ঝুলন যাত্রায় কারা অংশগ্রহণ করতে পারবেন?

“এটি হচ্ছে ঝুলন যাত্রা। বিগ্রহগণকে প্রতিদিন দোলানোর একটি সুযোগ পাই আমরা। প্রকৃতপক্ষে সারা বিশ্বের বিভিন্ন মন্দিরে ঝুলন যাত্রা উদযাপিত হয়। ইসকন মন্দিরে উদযাপিত হয়, ইসকনের ব্যতীত অন্যান্য মন্দিরগুলোতেও ঝুলন যাত্রা হয় কিন্তু ইসকনের ঐতিহ্য হচ্ছে যে প্রত্যেকেই রাধা এবং কৃষ্ণকে দোলানোর সুযোগ পায়। তাই এটি হচ্ছে বিগ্রহগণের ব্যক্তিগত সেবা করার একটি বিশাল সুযোগ। আমরা যদিও বিগ্রহগণকে দর্শন করি, কিন্তু তাঁদের কোন সেবা করার সুযোগ হয়ত আমাদের হয় না। শুধুমাত্র পুজারীগণ করে থাকেন। ঝুলন যাত্রায় আমরা বিগ্রহগণকে টানতে পারি, দোলাতে পারি। আপনারা কি এই সেবা করে সুখী নন? হরিবোল! আপনারা দীক্ষিত বা অ

দীক্ষিত, পুরুষ বা নারী, নবীন বা প্রবীণ যাই হোন না কেন, প্রত্যেকেই বিগ্রহগণকে দোলানোর সুযোগ পাবেন। হরিবোল! তাই এটি খুবই অসাধারণ একটি উৎসব।”


~ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ
শ্রীমায়াপুর ধাম, ২১শে আগষ্ট, ২০১০