Gaura Udaya

(শ্রীচৈতন্য মহাপ্রভূর জন্মভূমি শ্রীহট্ট হতে প্রকাশিত মাসিক ই-পত্রিকা)

শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগের মহাবদান্য অবতার। আন্তর্জাতিক কৃষ্ণভবানামৃত সংঘ (ইস্কন) মহাপ্রভুর শিক্ষা পালন করে চলছে। শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগের হরিনাম সংকীর্তন প্রচারের জন্য নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে আদেশ করেছিলেন-

“শুন শুন নিত্যানন্দ শুন হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ”।

ইস্কন এভাবেই প্রচার করছে সারাবিশ্বে। মহাপ্রভুর ভাবধারা ও শিক্ষাকে কেন্দ্র করে তাঁরই আদি জন্মস্থান শ্রীহট্ট বর্তমান সিলেট হইতে “গৌর উদয়”  মাসিক ই-পত্রিকা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎস থেকে শুভ যাত্রা শুরু করছে। সকল গৌরভক্তবৃন্দের শ্রীচরণে আমাদের প্রার্থনা আপনারা এই পত্রিকা নিয়মিত পাঠ ও প্রচারে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।

Aug. 2020 Download now:

https://drive.google.com/file/d/13scO7ttuZe8zKGP_ndH0XkSLv2IbnyCM/view?usp=sharing