Course | Diploma in Bhagavad-gita – “ডিপ্লোমা ইন ভগবদগীতা”
ISKCON GITAরেজিস্ট্রেশন ফরম পূরণ করতে উপরে Register Now বাটনে ক্লিক করুন।


✍️ এই কোর্সটি গীতার ১৮ টি অধ্যায়ের উপর ভিত্তি করে হবে৷

✍️ ১৮ টি অধ্যায়ের ১৮ টি ক্লাস সহ মোট ২০টি ক্লাস অনুষ্ঠিত হবে।

✍️ প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে৷

✍️ দুইটা ব্যাচে ক্লাস হবে (শুক্রবার 5.00pm অথবা শনিবার 7.30pm)

✍️ রেজিষ্ট্রেশনকারী প্রত্যেককে একটি করে রেজিষ্ট্রেশন কোড দেওয়া হবে ৷

✍️ শুধুমাত্র রেজিষ্ট্রেশনকারী ভক্তগণই এই ক্লাসে যুক্ত হতে পারবেন। (রেজিষ্ট্রেশন কোড শো করে ক্লাসে যুক্ত হবেন)

✍️ প্রতি ব্যাচে আসন সংখ্যা সীমিত।

✍️ ক্লাসের সময়সীমা দেড় ঘন্টা।

✍️ যথাসময়ে ক্লাস শুরু হবে৷

✍️ প্রতি ক্লাসের শেষে প্রশ্ন-উত্তর সেশন থাকবে।

✍️ Zoom এর মাধ্যমে ক্লাসটি সঞ্চালিত হবে।

✍️ ক্লাস রেকর্ড দেওয়া হবে।

✍️ প্রতি ক্লাস শেষে কুইজ থাকবে। (নাম্বার কম-বেশি পাওয়াতে কোনো সমস্যা নেই)

 

📣 এই কোর্সটি করার মাধ্যমে আপনি যেভাবে উপকৃত হতে পারবেন 👇

✅ বিভিন্ন দেশের ভক্তদের সাথে কোর্স করার মাধ্যমে দুর্লভ সাধুসঙ্গ করার সুযোগ।

✅ ১ম অধ্যায় থেকে সরল এবং ধারাবাহিক ভাবে ক্লাসগুলি হবে, তাই ক্লাসগুলি সহজভাবে বুঝতে সমর্থ্য হবেন।

✅ গীতার প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ ধারণা পাবেন।

✅ প্রত্যেকটি অধ্যায়ের নিগুঢ় তত্ত্ব এবং বিশ্লেষণ ভালোভাবে বোধগম্য হবেন৷

✅ সমস্ত প্রশ্নের উত্তর গীতার রেফারেন্সেই পাবার সক্ষমতা অর্জন করতে পারবেন৷

✅ প্রতি ক্লাস শেষে প্রশ্ন-উত্তর সেশন রয়েছে, যার মাধ্যমে আপনার দৈনন্দিন সমাস্যাবলী সরাসরি শেয়ারের মাধ্যমে সমাধান পেতে পারবেন।

✅এই কোর্সের সাথে ফ্রি দুইটি ক্লাস পাবেন, গৃহে কিভাবে ভগবানের নিত্যসেবা-পূজা করবেন, তিলক/আচমণ করবেন, এবং প্রতিদিন ভক্তদের কি কি করণীয়৷

✅ পরিশেষে, এই কোর্সটি করার মাধ্যমে একজন গীতা শিক্ষক হিসেবে বিশ্বের যেকোনো জায়গায় “গীতা প্রচারে ভূমিকা রাখতে পারবেন”। আপনার গ্রামে গীতা স্কুল তৈরি করে পাঠদান করাতেও ভূমিকা রাখতে পারবেন।

✅ ইসকনের স্বীকৃত সার্টিফিকেট পাবেন।

✅ সর্বোচ্চ ২০টি ক্লাসে উপস্থিত ভক্তদের প্রীতি উপহার প্রদান করা হবে।

✅ ক্লাস শেষে (অনলাইন/অফলাইন ভক্তদের নিয়ে) হরেকৃষ্ণ আনন্দ ভ্রমণের ব্যবস্থা।

✅ গীতা পাঠের নিয়মাবলি জানতে পারবেন।

✅ সংস্কৃত শ্লোক উচ্চারণের নিয়মাবলী শিখতে পারবেন।

✅ গীতা মাহাত্ম্যের গুরুত্ব জানতে পারবেন।

✅ প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ ধারণা পাবেন।

 

📣কোর্স ফি প্রসঙ্গঃ

✅ সাধারণত ২০ সেশনের এই কোর্সের প্রণামী ১০০০+ হয়ে থাকে। কিন্তু আমরা চাই পৃথিবীর সবাই এই দিব্যজ্ঞান লাভ করুক। তাই হয়তো এতো প্রণামী দিয়ে কোর্সটি অনেকেই অসমর্থ হবেন৷ তাই এই কোর্সটি অনেকটা বিনামূল্যেই প্রদান করা হলো শুধুমাত্র সার্ভিস চার্জ* বাবদ এবং কোর্সকারীর গুরুত্ব অব্যাহত রাখার জন্য ৫০০ (পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে। 🙏

২০ সেপ্টেম্বর ২০২৪ এর পূর্বে প্রণামী জমা দেওয়ার অনুরোধ রইলো। প্রণামী জমা দিলে ব্যাচ কোড দেওয়া হবে।

সার্ভিস চার্জ প্রসঙ্গঃ

ক. অনলাইন কোর্স পরিচালনা করার জন্য আমাদের জুম আইডি লাইসেন্স, ওয়াইফাই স্পিড আনলিমিটেড। তাই ১৫-২০হাজার টাকা প্রতি ৩/৪ মাসে বিল করতে হয়৷

খ. সনদপত্র প্রদান (বাংলাদেশে কুরিয়ারে মাধ্যমে)

 

📣প্রণামী পাঠানোর নিয়মঃ

বাংলাদেশ থেকে পাঠানোর জন্য 👇

  +880 01331123872

 

ভারত থেকে পাঠানোর জন্যঃ 👇

+917548822845

 

রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে উপরে Register Now বাটনে ক্লিক করুন।