।।পুরুষোত্তম ব্রত রিপোর্ট ।।
প্রতি ৩ বছর পরপর বছরে একটি অধিক মাসের আগমন ঘটে, সাধারণ মানুষেরা যাকে “মল মাস” নামে জানে। এই মাসটিকে একটি অপবিত্র মাস বলে সকলে মনে করে, তাই কোন শুভ কাজ কেউ এই মাসে করেনা। কিন্তু কৃষ্ণভক্তদের নিকট এই মাসটি সবচেয়ে মহিমান্বিত “পুরুষোত্তম মাস” বলে বিবেচিত হয়, তারা এ মাসে আরো বেশি করে ভক্তি/সাধনা করার প্রেচেষ্টা করে। ভক্তিজীবনে পুরুষোত্তম মাসের গুরুত্ব সম্পর্কে লেকচারটি প্রদান করেছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ।
সীমাহীন আশীর্বাদ লাভের জন্য পুরুষোত্তম মাসে শ্রীশ্রী রাধা-মাধবের সন্তুষ্টি বিধানের জন্য আপনি কি কি করতে চান? আপনি কতজনকে পুরুষোত্তম ব্রত পালনে উৎসাহিত করবেন? এবং আপনার প্রতিদিনের কার্যক্রম নিম্নবর্ণিত ফরমের মাধ্যমে সংরক্ষিত করুন।
আপনি PDF ফরমগুলো প্রিন্ট করে পূরণ করতে পারেন অথবা Excel ফরমগুলো আপনার মোবাইল/কম্পিউটারের মাধ্যমে পূরণ করে মাস শেষে আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা Google Form এর মাধ্যমে প্রতিদিন পূরণ করতে পারেন।
PDF/Excel সীটে ফরম পূরণ করে আপনি আমাদের ই-মেইল (iyf.sylhet@gmail.com)-এ প্রেরণ করুন।
‘সংকল্প ফরম’ ও ‘পুরোষোত্তম ব্রতে যুক্ত ভক্তদের তথ্য ফরম’ ১৮ তারিখের মধ্যে এবং ‘সাধনা কার্ড’ ব্রত শেষে প্রেরণ করুন।
বি:দ্র: আপনার এই রিপোর্টগুলো শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ, শ্রীশ্রী রাধা-মাধব, শ্রীশ্রী পঞ্চতত্ত্ব ও শ্রীশ্রী প্রহ্লাদ-নৃসিংহদেবের শ্রীচরণকমলে অর্পন করা হবে। তাই দয়াকরে গুরুত্ব সহকারে আমাদের নিকট প্রেরণ করুন।
১. পুরুষোত্তম ব্রত সংকল্প ফরম (একবার পূরণ করলেই হবে)
২. যে সকল ভক্ত আপনার মাধ্যমে পুরোষোত্তম ব্রতে যুক্ত হয়েছেন তাদের তথ্য ফরম (একবার পূরণ করলেই হবে)
৩. পুরুষোত্তম মাসের প্রতিদিনকার কার্যক্রম (সাধনা কার্ড) লিপিবদ্ধ করুন: (ব্রত চলাকালীন প্রতিদিন পূরণ করতে হবে)
[…] Home/Home Notice/পুরুষোত্তম ব্রত Previous […]