BOILING THE MILK
(ভক্তিজীবনের ব্যবহারিক দিকগুলোর উন্নতিসাধনে একটি অনলাইন কোর্স)
শুরুর কিছু কথা
ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তার শিষ্যবৃন্দ ও অনুসারীগনের জন্য মূল্যবান যে সকল উপদেশ বানী প্রদান করে গেছেন তার মধ্য থেকে বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ বাণী চলুন আমরা দেখে নেই যা হচ্ছে কোর্সের প্রধান দিক নির্দেশনা।
“তুমি বলেছ যে, তুমি কথা বলতে পছন্দ কর কিন্তু আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত ভক্তদের নিকট প্রচার করা। একজন নতুন ভক্ত বানানোর চেয়েও যারা ভক্ত হয়েছে তাদেরকে যত্ন নেওয়া আর শ্রেয়”। (শ্রী বালিমকে পত্র, ১৯৭৫)
ভক্তদের প্রযত্ন নেওয়ার পন্থা সম্পর্কে শ্রীল প্রভুপাদ অনেক উপদেশ তার বিভিন্ন গ্রন্থাবলি, প্রবচন ও বিভিন্ন চিঠিপত্রে প্রদান করে গিয়েছেন এবং ভক্তদের প্রযত্ন গ্রহনের বিষয়টিকে শ্রীল প্রভুপাদ উপমায়িত করেছেন দুগ্ধকে জ্বাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করার সাথে। দুধে জল মেশাতে থাকলে তা হয়ে পড়ে পাতলা ও পানসে কিন্তু পর্যাপ্ত জ্বাল প্রদান করলে তা হয় ঘন ও সুমিষ্ট।
আর পর্যাপ্ত জ্বাল সরাবরাহ করতেই হৃদকর্নরসায়ন অনলাইন প্রচার কার্যক্রম থেকে আমাদের এবারের আয়োজন “BOILING THE MILK” অনলাইন কোর্স।
এই কোর্সে আপনি কমপক্ষে যে বিষয়গুলো পাবেন:
- ভক্তিজীবনের ব্যবহারিক দিকগুলোতে নিজের অবস্থানের প্রকৃত মূল্যায়ন।
- অবস্থান মূল্যায়নের পর তার উন্নতিকরনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুধাবন।
- অবস্থার উন্নতিকরনে প্রয়োজনীয় যুগোপযোগী সমাধান।
- গুরুত্বপূর্ন শাস্ত্রসিদ্ধান্ত সমুহের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে যথাযথ দিক নির্দেশনা লাভ।
- আকর্ষনীয় পাওয়ার পয়েন্ট স্লাইড সহযোগে ক্লাস করার সুবিধা।
- উত্তীর্ণদের সকলকে বিশেষ সনদপত্র প্রদান।
কোর্সের সময়সীমা:
- কোর্সটির শুভ উদ্বোধন: ০৭ জুন, সোমবার
- ক্লাস কখন অনুষ্ঠিত হবে: সপ্তাহে ২ দিন (শনিবার ও বুধবার)।
- সময়: বিকাল ৫.০০ ঘটিকা হতে ৭.০০ ঘটিকা
কোর্স ফি :
- ১০০১/= (আসন সংখ্যা সীমিত) (ফরম পূরণের ২ ঘন্টার মধ্যে প্রণামী প্রদান করে রেজিঃ সু-সম্পূর্ণ করুন)
-
- সাধারণ শিক্ষার্থী : ১০০১/=
- ছাত্র-ছাত্রীদের জন্য : ৫০০/=
- Paytm/Gpay/phonepay/PayPal: +918820036098
- বিকাশ (পার্সোনাল): 01714-101688
- (ফি পাঠিয়ে দয়াকরে ফোন করে নিশ্চিত করবেন +8801703085596)
কোর্সটি সম্পাদন হবে :
- শুধুমাত্র ZOOM এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে।
কোর্সে কিভাবে যুক্ত হবেন:
- ZOOM ID : 7482 82 7426
- কোন পাসওয়ার্ড লাগবে না
ক্লাস সংক্রান্ত যে কোন তথ্য পাবেন:
- Telegram: https://t.me/GauradeshTV
সম্মানীত শিক্ষকবৃন্দ :
- ইস্কনের মহারাজবৃন্দ, বরিষ্ঠ ভক্তবৃন্দ ও
- শ্রীপাদ্ দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, কো-অর্ডিনেটর, ইস্কন ইয়ুথ ফোরাম, ইসকন, সিলেট।
গুরুত্বপূর্ন নির্দেশনা :
কোর্সের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক। হৃদকর্ণরসায়ন অনলাইন টীম এর যাবতীয় কার্যক্রম সম্পর্কে আপডেট তথ্য পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে এবং ক্লাসের সকল তথ্য +8801703085596 নম্বর থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানানো হবে।
আগের ক্লাসের পঠিত বিষোয়বস্তুর উপর নিয়মিত পরীক্ষা প্রদান, ক্লাস নোট তৈরি, ক্লাসে সক্রিয় অংশগ্রহন, ক্লাসের ফীডব্যাক প্রদান ও প্রতিদিন সাধনা চার্ট পূরন করা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
রেজিষ্ট্রেশন ফরম পূরণ করুন :
BOILING THE MILK (ভক্তিজীবনের ব্যবহারিক দিকগুলোর উন্নতিসাধনে একটি অনলাইন কোর্স)
নির্দেশনায় : শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ ও অধ্যক্ষ, ইসকন, সিলেট।
আয়োজনে: হৃদকর্ণরসায়ন অনলাইন প্রচার কার্যক্রম, ইসকন ইয়ুথ ফোরাম, ইসকন, সিলেট, বাংলাদেশ।
[…] Home/Home Notice, news/BOILING THE MILK নতুন কোর্স Previous […]
হরিবোল
Jay jay jay jay jay
Haribol 😍
নিতাই গৌর হরিবল